প্রকাশিত: Sat, Dec 10, 2022 2:55 PM
আপডেট: Sun, Jan 25, 2026 7:32 PM

সমাবেশের অধিকার নিশ্চিত করা অত্যান্ত জরুরি: জাতিসংঘ

কূটনৈতিক প্রতিবেদক: জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেছেন, মানুষকে সমাবেশের অধিকার দেয়া অত্যন্ত জরুরি। আমরা ইতোমধ্যে ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধির মাধ্যমে জাতিসংঘের অবস্থান তুলে ধরেছি। শুক্রবার জাতিসংঘের সদর দপ্তরে নিয়মিত সংবাদ সম্মেলনে বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র। তিনি বলেন, জনগণ শান্তিপূর্ণ সমাবেশে অংশগ্রহণ করবে, এ সুযোগ করে দেয়াটা গুরুত্বপূর্ণ। একইসঙ্গে যাদের আটক করা হয়েছে তাদের যথাযথ আইনী অধিকার নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ। সম্পাদনা: খালিদ আহমেদ